হিজবুল্লাহ এমপি’র ঘোষণা
‘আমরা যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত আছি’
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জোটের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য আমিন শেরি বলেছেন, প্রতিরোধ আন্দোলন যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।
গতকাল (বুধবার) তিনি বলেন, “লেবাননের সংসদ সদস্যদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান হুমকি সত্বেও আমরা আমাদের জাতীয় দায়িত্ব অনুসারে কাজ করছি।”
আমিন শেরি বলেন, হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে শহীদ করার পরেও এই সংগঠনের নেতৃত্বের কাঠামোয় কোনো ফাটল ধরেনি বরং হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত অঞ্চলে শত্রুদেরকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে এবং সেটি দিন দিন জোরদার হচ্ছে। হিজবুল্লাহ মহাসচিব শহীদ হওয়ার আগে যেভাবে নেতৃত্ব প্রতিস্থাপনের ব্যাপারে সম্মত হয়েছিলেন, তা কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে।
আমিন শেরি জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল লেবাননে স্থল আগ্রাসন চালিয়ে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না- এটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে।
লেবাননের বেসামরিক কাঠামোর মধ্যে সামরিক কমান্ডার বা সেনাদের অস্তিত্ব রয়েছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ করে আসছে তা নাকচ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ইসরাইলি আগ্রাসনকে ন্যায্যতা দেয়ার জন্য তারা এই অভিযোগ তুলেছে।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন