উত্তর গাজার ৩ হাসপাতাল অবরোধ করে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা
(last modified Sun, 20 Oct 2024 04:02:18 GMT )
অক্টোবর ২০, ২০২৪ ১০:০২ Asia/Dhaka
  • আল-আকসা শহীদ হাসপাতালের দেয়ালের ভেতরে শরণার্থীদের তাঁবুর চারপাশে বিমান হামলা চালায় ইসরাইল
    আল-আকসা শহীদ হাসপাতালের দেয়ালের ভেতরে শরণার্থীদের তাঁবুর চারপাশে বিমান হামলা চালায় ইসরাইল

গাজার উত্তরাঞ্চলে আংশিকভাবে কার্যকর যে তিনটি হাসপাতাল ইসরাইলি হামলায় আহত রোগীদের কোনোমতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিল সেগুলো ঘেরাও করে ইহুদিবাদী সেনারা গোলাবর্ষণ শুরু করেছে বলে গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। 

স্বাস্থ্য বিভাগের মুখপাত্র মুহাম্মাদ জাকুত এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি সেনারা ইচ্ছাকৃতভাবে কামাল আদওয়ান, আল-আওদা ও ইন্দোনেশিয়ান  হাসপাতাল লক্ষ্য করে কামান ও ট্যাংকের গোলাবর্ষণ করছে, যার ফলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, দখলদার সেনারা উত্তর গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে।

তিনি উত্তর গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ এবং হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার আহ্বান জানান।  জাকুত বলেন, শনিবার সকালে ইহুদিবাদী সেনারা ইন্দোনেশিয়ান হাসপাতালে গোলাবর্ষণ করে।  হাসপাতালটির পরিচালক মারওয়ান সুলতান বলেন, ইসরাইলি সেনারা হাসপাতালটি সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এর ফলে হাসপাতালের মেডিক্যাল স্টাফ ও রোগীদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার তিনটি হাসপাতালেরই কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, দর্শনার্থী ও চিকিৎসা কর্মীরা মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছেন। কোনো হাসপাতালে ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না দখলদার সেনারা। অবিলম্বে হাসপাতালগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিতে ইসরাইলি বাহিনীকে বাধ্য করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২০

 

ট্যাগ