ইসরাইলি অপরাধ বন্ধ করতে ইরান ও বাহরাইনের যৌথ আহ্বান
https://parstoday.ir/bn/news/event-i142904-ইসরাইলি_অপরাধ_বন্ধ_করতে_ইরান_ও_বাহরাইনের_যৌথ_আহ্বান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞ এবং গণহত্যা বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জনিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২২, ২০২৪ ১৩:৫০ Asia/Dhaka
  • ইসরাইলি অপরাধ বন্ধ করতে ইরান ও বাহরাইনের যৌথ আহ্বান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞ এবং গণহত্যা বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জনিয়েছেন।

গতকাল (সোমবার) আব্বাস আরাকচি মানামা সফরে গিয়ে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে কলিফার সঙ্গে বৈঠক করেন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করেনসফরে আরাকচি একটি ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বাহরাইন সফর শেষে প্রতিনিধি দলটি কুয়েতে যাবে।

শীর্ষ ইরানি কূটনীতিক ইসরাইলি বর্বরতা অবসানের প্রয়োজনীয়তা গুরুত্ব সহকারে তুলে ধরেন। গত এক বছরের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে আসছে। এছাড়া, লেবাননের বিরুদ্ধেও সম্প্রতি আগ্রাসন জোরদার করেছে এই বর্বর শক্তি।

রাজা হামাদ বিন ঈসা আলে খলিফার সাথে বৈঠকের সময় আরাকচি তেহরান-মানামা সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানান।

বৈঠকে বাহরাইনের রাজা এই অঞ্চলে যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, বাহরাইন চায় মধ্যপ্রাচ্যে সব মানুষ মর্যাদার সঙ্গে বাঁচুক। ঈসা আলে খলিফা আশা করেন, তিনি তেহরান সফর করবেন।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন