বিপর্যয়ের মুখে ইসরাইল
রকেট হামলায় ২ ইহুদিবাদী সেনা খতম, ৬ ট্যাংক ধ্বংস
দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের দুই রিজার্ভ সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে। এরমধ্যে একজন মেজর পদমর্যাদা কর্মকর্তা রয়েছে।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিহত মেজর আভিরাম হারিভ আলোন ব্রিগেডের একটি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। দক্ষিণ লেবানন সীমান্তে নিহত অন্য সেনার নাম মাস্টার সার্জেন্ট সার ইলিয়াদ নাভারোস্কি। সে হিজবুল্লাহর রকেটে হামলায় নিহত হয়েছে। এই হামলায় ইসরাইলের আর্টিলারি ব্যাটালিয়নের অন্তত তিন সেনা আহত হয়েছে। ইসরাইলে বর্বর সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিক বিবৃতির মধ্যদিয়ে এসব হতাহতের কথা স্বীকার করেছে।
এদিকে, দক্ষিণ লেবানন সীমান্তের দিকে ইসরাইলি সেনারা এগুনোর চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের হামলায় ছয়টি মারকাভা ট্যাংক ধ্বংস হয়।
এর পাশাপাশি লেবানন থেকে আপার গ্যালিলি এবং পশ্চিম গ্যালিলি লক্ষ্য করে অন্তত ৩০টি রকেট ছোঁড়ে হিজবুল্লাহ। দখলদার বাহিনী রকেট ভূপাতিত করার কথা দাবি করলেও, স্বীকার করেছে যে কয়েকটি রকেট ইসরাইলের ভেতরে আঘাত হেনেছে।
এছাড়া, হিজবুল্লাহর একটি ড্রোন ইসরাইলের ভেতরে প্রবেশ করলে ব্যাপকভাবে সাইরেন বাজানো হয় এবং লাখ লাখ মানুষ ‘বোম শেল্টারে’ আশ্রয় নেয়। টাইমস অব ইসরাইল বলছে, হিজবুল্লাহর যোদ্ধারা গতকাল সকালে অন্তত ৬৫টি রকেট ছুঁড়েছে। আর বিকেলে ছোঁড়ে প্রায় ৩০টি রকেট যার কারণে লাখ লাখ ইসরাইলি প্রায় এক ঘন্টা বোম শেল্টারে অবস্থান করতে বাধ্য হয়।
ইসরাইলি সেনারা দাবি করেছে, কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে তবে কোথায় সেগুলো পড়েছে তারা তা চিহ্নিত করতে পারেনি।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।