তেল আবিব ও হাইফায় হিজবুল্লাহর আরো প্রতিশোধমূলক হামলা
https://parstoday.ir/bn/news/event-i142980-তেল_আবিব_ও_হাইফায়_হিজবুল্লাহর_আরো_প্রতিশোধমূলক_হামলা
লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলের তেল আবিব শহর এবং হাইফার ওপর আরো সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৪, ২০২৪ ১৪:২১ Asia/Dhaka
  • তেল আবিব ও হাইফায় হিজবুল্লাহর আরো প্রতিশোধমূলক হামলা

লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলের তেল আবিব শহর এবং হাইফার ওপর আরো সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

গতকাল (বুধবার) সংগঠনটি ঘোষণা করেছে যে, ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের শহরতলীতে টিএএ সামরিক শিল্প কোম্পানিতে হামলা চালিয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করেছে। হিজবুল্লাহ যোদ্ধারা হাইফা শহরের প্রায় ১০ কিলোমিটার দূরে তিরা কারমেল শহরের একটি সামরিক ঘাঁটিতে এক স্কোয়াড্রন কম্ব্যাট ড্রোন দিয়ে হামলা চালায়। এই হামলাও সফল হয়েছে এবং ড্রোনগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে।

এদিকে, মিসগাভ আম এবং নাহারিয়ার অবৈধ বসতিতে ইসরাইলি বাহিনীর একটি সমাবেশে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট দিয়ে আঘাত হেনেছে। হিজবুল্লাহ সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের ভেতরে সংবেদনশীল লক্ষ্যবস্তুর ওপর শত শত প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। চলতি মাসের প্রথম দিক থেকে দক্ষিণ লেবাননে স্থল আগ্রাসন চালানোর চেষ্টা করছে ইসরাইলি বাহিনী। কিন্তু হিজবুল্লাহ যোদ্ধাদের প্রবল প্রতিরোধে তারা সফল হতে পারেনি বরং বার বার তারা পিছু হটতে বাধ্য হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।