সাইয়্যেদ সাফিউদ্দিনের শাহাদাত উপলক্ষে শোকবার্তা
মধ্যযুগীয় বর্বরতা চালিয়ে নিজেকে বাঁচাতে পারবে না ইসরাইল: জেনারেল বাকেরি
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদি বাকেরি বলেছেন, আমেরিকার ক্ষেপাটে কুকুর ইহুদিবাদী ইসরাইল পশ্চিম এশিয়া অঞ্চলে যে মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছে তা এই দখলদার শক্তির অপমানকর জীবনের অবসান ঘটাতে কোনো সাহায্য করবে না বরং এর ফলে অবৈধ এই রাষ্ট্রের ধ্বংস অতীতের চেয়ে আরো বেশি ত্বরান্বিত হবে।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাতের খবর নিশ্চিত করার পর ওই সংগঠনের নেতৃবৃন্দের কাছে পাঠানো এক শোকবার্তায় জেনারেল বাকেরি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেনারেল বাকেরির শোকবার্তায় বলা হয়: সাইয়্যেদ সাফিউদ্দিনের বর্বরোচিত হত্যাকাণ্ড আরেকবার প্রমাণ করেছে, কুদস মুক্ত করার আন্দোলনে সংগ্রামরত যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার সাহস ইহুদিবাদী সেনাদের নেই।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন: এ ঘটনায় প্রমাণিত হয়েছে, নেকড়ে চরিত্রের অধিকারী ইহুদিবাদী ইসরাইল ও তার সমর্থক তথা সন্ত্রাসবাদের লালনকারী আমেরিকার বিরুদ্ধে মুমিন মুজাহিদদের সাহসী প্রতিরোধ সংগ্রাম পূর্ণ মাত্রায় অব্যাহত রয়েছে।
তিনি প্রতিরোধ সংগ্রামের এই গুরুত্বপূর্ণ নেতার শাহাদাতে লেবাননের জনগণ বিশেষ করে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতি শোক ও সমবেদনা জানান এবং তাঁকে কুদস মুক্ত করার পথের একজন শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। #
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।