ইরানে বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা
(last modified Sat, 26 Oct 2024 06:44:49 GMT )
অক্টোবর ২৬, ২০২৪ ১২:৪৪ Asia/Dhaka
  • ইরানে বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা সমস্ত রুটে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলু আজ (শনিবার) সকালে এ কথা জানিয়েছেন।

ইহুদিবাদী ইসরাইল গতরাতে ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর তিনি এই ঘোষণা দিলেন। ইয়াজেরলু জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বলেছে, তেহরান, খুজেস্থান এবং ইলাম প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে ইহুদিবাদী ইসরাইল হামলা চালিয়েছে। তবে প্রতিরক্ষা বাহিনী ইসরাইলি আগ্রাসন বেশিরভাগই ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।

এরইমধ্যে ইসরাইল ঘোষণা দিয়েছে যে, তাদের হামলা শেষ হয়েছে। তবে ইরান বলেছে, ইসরাইলের আগ্রাসনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর মাত্রা নিরূপণের চেষ্টা চলছে। সমস্ত সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। কোনো ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েনি।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ