‘পুরো আরব বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে চায় ইসরাইল’
(last modified Sat, 26 Oct 2024 08:04:18 GMT )
অক্টোবর ২৬, ২০২৪ ১৪:০৪ Asia/Dhaka
  • ‘পুরো আরব বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে চায় ইসরাইল’

ইহুদিবাদী ইসরাইল পুরো আরব বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে চায় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন। গতকাল (শুক্রবার) রাজধানী সানা-সহ বিভিন্ন শহরে ইসরাইল-বিরোধী সমাবেশ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। 

গতকালের সমাবেশগুলোতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন এবং তারা সুস্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে তারা পুরো আরব বিশ্বকে কব্জা করতে চায়।

পাশাপাশি বিক্ষোভে অংশ নেয়া লোকজন জোরালো ভাষায় ঘোষণা করেন, তারা গাজা এবং লেবাননের শহীদ নেতাদের প্রতি আনুগত্য প্রকাশ করছেন এবং চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ফিলিস্তিন এবং লেবাননের জনগণের পাশে থাকবেন। 

বিক্ষোভকারীরা প্রায় সবাই ফিলিস্তিন এবং লেবাননের জাতীয় পতাকা বহন করেন। এছাড়া তাদের অনেকের হাতে হিজবুল্লাহ ও হামাসের শহীদ নেতাদের ছবি ছিল। 

ইহুদিবাদী ইসরাইল গাজা এবং লেবাননে যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা বলেছেন, ইসরাইলের অস্তিত্বের অবসান ঘটানোর জন্য তারা প্রস্তুত। একইসঙ্গে ইসরাইলের আগ্রাসন, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মুখে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনা করেছেন ইয়েমেনি বিক্ষোভকারীরা। 

তারা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণেই গাজার বাইরে লেবানন এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ