‘ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে নতিস্বীকার করে না’
ইরান যুদ্ধ চায় না তবে ইসরাইলি আগ্রাসনের ‘উপযুক্ত জবাব’ দেবে: প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ না চাইলেও ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের ‘উপযুক্ত জবাব’ দেবে।
তিনি গতকাল (রোববার) মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, “আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমরা আমাদের দেশ ও জাতির অধিকার রক্ষা করব। আমরা ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের উপযুক্ত জবাব দেব।”
ইসরাইলের অব্যাহত আগ্রাসী তৎপরতা ও অপরাধযজ্ঞ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে জানিয়ে তিনি বলেন, মার্কিন সরকার ইসরাইলকে এ ধরনের অপরাধ চালিয়ে যেতে উস্কানি দিচ্ছে।
ইহুদিবাদী ইসরাইল ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানোর একদিন পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ বক্তব্য দিলেন। ইসরাইলি হামলায় ইরানের চার সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের সরকার ও জনগণ বিগত ৪৫ বছরে একথা প্রমাণ করেছে যে, তারা কখনও কোনো আগ্রাসী শক্তির কাছে নতিস্বীকার করে না। তিনি আরো বলেন, বিশ্ববাসীর কাছে আজ একথা প্রমাণিত যে, ইসরাইল অপরাধ চালাচ্ছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইসরাইলের পৃষ্ঠপোষকদের বিশেষ করে মার্কিন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, তারা স্বাধীনতা ও মানবাধিকারের কথা বলে কিন্তু বাস্তবে গাজা উপত্যকায় ইসরাইলের হাতে প্রায় ৫০ হাজার নারী, পুরুষ ও শিশুর পাশবিক হত্যাকাণ্ডের ব্যাপারে নীরবতা অবলম্বন করছে।
ইরান সব সংকট সাফল্যের সঙ্গে উতরে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।