ইসরাইলকে সমর্থন বন্ধ করুন; ইরান নিজের অখণ্ডতা রক্ষা করতে দ্বিধা করবে না
https://parstoday.ir/bn/news/event-i143132-ইসরাইলকে_সমর্থন_বন্ধ_করুন_ইরান_নিজের_অখণ্ডতা_রক্ষা_করতে_দ্বিধা_করবে_না
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, শত্রুর সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজের অধিকার প্রয়োগ করতে দ্বিধা করবে না। ইরানের শীর্ষ কূটনীতিক গতকাল (রোববার) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে ফোনালাপে একথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৯, ২০২৪ ০৯:৩৮ Asia/Dhaka
  • ইসরাইলকে সমর্থন বন্ধ করুন; ইরান নিজের অখণ্ডতা রক্ষা করতে দ্বিধা করবে না

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, শত্রুর সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজের অধিকার প্রয়োগ করতে দ্বিধা করবে না। ইরানের শীর্ষ কূটনীতিক গতকাল (রোববার) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে ফোনালাপে একথা বলেছেন।

তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন আরাকচি। তিনি নৃশংসতার বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষের প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখেই ইরান সম্ভাব্য প্রতিক্রিয়া জানাবে।  

আরাকচি আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংস্থাগুলোর বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে অবিলম্বে ইসরাইলি আগ্রাসনের নিন্দা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য দখলদার ইসরাইলি নেতাদের জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান আব্বাস আরাকচি। 

ফোনালাপে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আগুনের কুণ্ডলি বলে মন্তব্য করেন। এ অবস্থায় সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। #

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।