আবারো বোরেলের আহ্বান
‘লেবাননে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করুন’
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, কোনো রকমের দেরি না করে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠ করা জরুরি। ইসরাইলের আগ্রাসনে যখন লেবাননের মানুষ ব্যাপকভাবে হতাহত ও উদ্বাস্তু হচ্ছেন তখন তিনি এই আহ্বান জানালেন।
স্পেনের বার্সেলোনা শহরে গতকাল (সোমবার) ইউনিয়ন ফর দ্যা মেডিটেরেনিয়ান-এর নবম আঞ্চলিক ফোরামের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় জোসেফ বোরেল এই আহবান জানান। তিনি লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ইহুদিবাদী ইসরাইলের ‘অগ্রহণযোগ্য হামলা’র নিন্দা জানান।
বোরেল জোর দিয়ে বলেন, লেবাননের ব্লু লাইন অঞ্চলে অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন। এর পাশাপাশি তিনি পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ওই অঞ্চলে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যেকোন সময় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর ঝুঁকি রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।