ইরান: মার্কিন প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন করবেন না
https://parstoday.ir/bn/news/iran-i154206-ইরান_মার্কিন_প্রস্তাবের_মাধ্যমে_ফিলিস্তিনি_অধিকার_লঙ্ঘন_করবেন_না
পার্স-টুডে: পার্স টুডে - জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেছেন: গাজা বিষয়ে মার্কিন খসড়া প্রস্তাব নিয়ে উত্থাপিত উদ্বেগগুলো তেহরান বিবেচনা করছে।
(last modified 2025-11-19T11:57:34+00:00 )
নভেম্বর ১৯, ২০২৫ ১৩:৪১ Asia/Dhaka
  • জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি

পার্স-টুডে: পার্স টুডে - জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেছেন: গাজা বিষয়ে মার্কিন খসড়া প্রস্তাব নিয়ে উত্থাপিত উদ্বেগগুলো তেহরান বিবেচনা করছে।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে মার্কিন প্রস্তাব গৃহীত হওয়ার প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এই কথা বলেন। তিনি বলেছেন, তেহরান আবারও এটা বলছে যে এই প্রস্তাব এবং এর প্রক্রিয়াগুলোকে এমনভাবে ব্যাখ্যা বা বাস্তবায়ন করা উচিত নয় যা ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করে বা ক্ষুণ্ন করে, যার মধ্যে রয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার। 

উলিয়ানভ: পশ্চিম এশিয়ায় উত্তেজনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে

ভিয়েনায় রাশিয়ার রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সতর্ক করে দিয়ে বলেছেন যে পশ্চিম এশিয়ায় উত্তেজনা "বিপজ্জনক পর্যায়ে" পৌঁছেছে এবং জোর দিয়ে বলেছেন যে পশ্চিম এশিয়ায় গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল তৈরির জন্য জাতিসংঘ সম্মেলনের লক্ষ্য অর্জনে ইহুদিবাদী সরকারের অংশগ্রহণ ছাড়া সম্ভব হবে না। 

মেক্সিকান প্রেসিডেন্ট: আমরা মার্কিন হস্তক্ষেপের অনুমতি দেব না

মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন যে তার দেশ বিদেশী হস্তক্ষেপ চায় না এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো আক্রমণের হুমকি বাস্তবায়িত হবে না। উনিশ শতকে সংঘটিত একটি যুদ্ধের কথা উল্লেখ করে তিনি আরও বলেন: "আমেরিকা যখন শেষবার মেক্সিকোতে হস্তক্ষেপ করেছিল, তখন তারা আমাদের অর্ধেক ভূখণ্ড দখল করেছিল। এবার আমাদের হস্তক্ষেপের অনুমতি দেয়া উচিত হবে না।"

ইসরায়েলি বিশ্লেষক: ট্রাম্প পশ্চিম এশিয়ায় একজন ব্যবসায়ী হিসেবে সক্রিয়

বেন ড্রর ইয়ামিনি নামের একজন ইসরায়েলি বিশ্লেষক ইয়োদিওথ আহরোনোথ পত্রিকায় পশ্চিম এশিয়া অঞ্চল ও ইসরায়েলে ডোনাল্ড ট্রাম্পের নীতি সম্পর্কে লিখেছেন, আমরা আমেরিকায় এমন একজন রাষ্ট্রপতির মুখোমুখি হচ্ছি যিনি স্বভাবতই একজন ব্যবসায়ী হিসেবে কাজ করেন। ইয়ামিনি বলেন: ট্রাম্প আঞ্চলিক স্থিতিশীলতা তৈরি করতে চান যাতে তিনি পারস্য উপসাগরের আরব দেশগুলোর সাথে অর্থনৈতিক লেনদেন সম্প্রসারণ করতে পারেন।

বোরেল: ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; নিন্দা যথেষ্ট নয়

ইইউ-এর প্রাক্তন পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন যে গাজার পরিস্থিতির জন্য "কার্যকর পদক্ষেপ" প্রয়োজন এবং কেবল ইসরায়েলের আচরণের নিন্দা করলে "কোনও পার্থক্য হবে না।"গাজায় খাদ্য ও সাহায্য প্রবেশের উপর কঠোর বিধিনিষেধের কথা উল্লেখ করে তিনি যুদ্ধের হাতিয়ার হিসেবে অনাহার ব্যবহারকে "একটি অপরাধ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন" বলে বর্ণনা করেছেন। #

পার্সটুডে/এমএএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন