গাজার বেইত লাহিয়ায় আবাসিক ভবনে ইসরাইলি হামলা: ২৫ শিশুসহ ৯৩ শহীদ
(last modified Tue, 29 Oct 2024 12:12:02 GMT )
অক্টোবর ২৯, ২০২৪ ১৮:১২ Asia/Dhaka
  • গাজার বেইত লাহিয়ায় আবাসিক ভবনে ইসরাইলি হামলা: ২৫ শিশুসহ ৯৩ শহীদ

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় ২৫ শিশুসহ ৯৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার শিকার হওয়া পাঁচতলা ভবনটিতে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনের শেহাব বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক ডজন মানুষ আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে এবং নিহতদের মৃতদেহ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেছেন, হামলার পর আহত ব্যক্তিদের অনেককে হাসপাতালটিতে নেওয়া হয়েছে। তবে, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির অভাবে আহত ব্যক্তিদের অনেকে মারা যেতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন হুসাম আবু সাফিয়া।

গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়ার জন্য প্রধানকেন্দ্র এই কামাল আদওয়ান হাসপাতাল। কয়েক দিন আগে সেখানকার বেশ কয়েকজন চিকিৎসককে আটক করে বর্বর ইসরাইলি বাহিনী। শুধু তিনজন চিকিৎসককে সেবা দেওয়ার জন্য সেখানে রাখা হয়।

গাজায় মাঠপর্যায়ের হাসপাতালগুলোর পরিচালক মারওয়ার আল হামস বলেছেন, গাজার উত্তরাঞ্চলে আরও বেশি চিকিৎসাকর্মী প্রয়োজন। ‘অবিলম্বে’ অঞ্চলটিতে চিকিৎসাকর্মী, বিশেষ করে সার্জন এবং অ্যাম্বুলেন্স পাঠাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধ করে গতকাল (সোমবার) ইসরাইলি পার্লামেন্ট নেসেটে একটি ‘বিতর্কিত’ বিল পাস হয়েছে। বিলে বলা হয়েছে, ইসরাইলের মূল ভূখণ্ড এবং ইসরাইল নিয়ন্ত্রিত ভূখণ্ডে সংস্থাটি কার্যক্রম চালাতে পারবে না।

গাজা যুদ্ধের একেবারে শুরু থেকে অতিপ্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তাসামগ্রী নিয়ে গাজাবাসীর পাশে রয়েছে ইউএনআরডব্লিউএ। তাই এখন ইসরাইলের অনেক পশ্চিমা মিত্রও মনে করছে, সংস্থাটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় গাজার মানবিক পরিস্থিতি আরও করুণ হয়ে উঠতে পারে।#

পার্সটুডে/এমএআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ