শিশুরা সন্ত্রাসী নয়: জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের মন্তব্য
https://parstoday.ir/bn/news/event-i143226-শিশুরা_সন্ত্রাসী_নয়_জাতিসংঘ_ফ্যাক্ট_ফাইন্ডিং_কমিশনের_মন্তব্য
ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান গণহত্যাকে ন্যায্যতা দেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইল যেসব অভিযোগ ব্যবহার করছে তা দৃঢ়ভাবে নাকচ করেছেন জাতিসংঘ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কর্মকর্তারা।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ৩১, ২০২৪ ১৪:৫৭ Asia/Dhaka
  • শিশুরা সন্ত্রাসী নয়: জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের মন্তব্য

ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান গণহত্যাকে ন্যায্যতা দেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইল যেসব অভিযোগ ব্যবহার করছে তা দৃঢ়ভাবে নাকচ করেছেন জাতিসংঘ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কর্মকর্তারা।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ তদন্তের ব্যাপারে গঠিত স্বাধীন আন্তর্জাতিক কমিশনের কর্মকর্তা মিলুন কোসারি এবং ক্রিস সিদোতি গতকাল (বুধবার) জাতিসংঘ সদরদপ্তরে ব্রিফিং করার সময় একথা বলেন। 

ইসরাইলের দখলদার সরকার গাজা উপত্যকার সবাইকে সন্ত্রাসী বলে যে তকমা দেয়ার চেষ্টা করে আসছে সিদোতি তা নাকচ করে বলেন, শিশুরা সন্ত্রাসী নয়।

জাতিসংঘের দুই কর্মকর্তা বলেন, গাজা উপত্যকার সবাইকে সন্ত্রাসী তকমা দিয়ে ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত কমপক্ষে ১৩ হাজার ৩১৯টি শিশু হত্যা করেছে। 

গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ৪৩ হাজার মানুষকে শহীদ করেছে যার বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইল সবসময় দাবি করে আসছে- গাজা উপত্যকায় তারা সন্ত্রাসীদের হত্যা করছে।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।