রাতের অন্ধকারে ছবি-ভিডিও তুলতে সক্ষম ড্রোন তৈরি করল ইরানি বিজ্ঞানীরা
https://parstoday.ir/bn/news/event-i143276
ইরানের বিজ্ঞান ভিত্তিক একটি কোম্পানি রাতের অন্ধকারে ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম ড্রোন তৈরি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০১, ২০২৪ ১৮:০২ Asia/Dhaka
  • রাতের অন্ধকারে ছবি-ভিডিও তুলতে সক্ষম ড্রোন তৈরি করল ইরানি বিজ্ঞানীরা

ইরানের বিজ্ঞান ভিত্তিক একটি কোম্পানি রাতের অন্ধকারে ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম ড্রোন তৈরি করেছে।

ঐ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজাভি বলেছেন, নিরাপত্তাগত বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানিকৃত ড্রোনগুলোর ওপর নির্ভরতা থেকে সরে আসার জন্য একদল গবেষক কাজ করেছেন। তারা রাতের অন্ধকারে ছবি ও ভিডিও ধারণে সক্ষম ড্রোন তৈরি করেছেন। এই ড্রোন দিয়ে রাতেও লক্ষ্যবস্তুর ওপর নজর রাখা সম্ভব।   

কোম্পানির প্রধান কাজাভি আরও বলেছেন, এসব ড্রোনে ইনফ্রারেড এবং থার্মাল ক্যামেরা বসানোর সব ব্যবস্থা রয়েছে এবং এসব ক্যামেরার সাহায্যে লক্ষ্যবস্তুকে ১৮০ গুণ পর্যন্ত বড় করে ছবি তোলা সম্ভব।  

এই প্রযুক্তি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ৪০ মিনিট পর্যন্ত আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে। পরবর্তীতে তা বাড়ানো সম্ভব। ড্রোনটি বাণিজ্যিকীকরণ পর্যায়ে রয়েছে বলে তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।