এক সন্ত্রাসীর পক্ষ নিয়ে হাজার হাজার ইরানির ক্ষতি করছে জার্মানি: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sat, 02 Nov 2024 03:59:33 GMT )
নভেম্বর ০২, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের তিনটি কনস্যুলেট বন্ধ করে দেয়ার জন্য জার্মান সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একজন সন্ত্রাসীকে সমর্থন করতে গিয়ে বার্লিন হাজার হাজার ইরানি নাগরিকের বিরুদ্ধে একরকম নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিন শুক্রবার নিজের অফিসিয়াল এক্স পোস্টে লিখেছেন: “একজন সন্ত্রাসী, যে কিনা ১৪ নিরপরাধ মানুষকে হত্যা ও ২০০ জনের বেশি লোককে আহত করেছে, তার প্রতি সমর্থন জানাতে গিয়ে বার্লিন সরকার জার্মান পাসপোর্টধারী আরো হাজার হাজার ইরানি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।”

এর আগে বৃহস্পতিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিনা বায়েরবক অন্যায়ভাবে জার্মানির ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ এবং মিউনিখ শহরে অবস্থিত ইরানি কনসুলেট অফিস বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক জামশিদ শারমাহাদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ওই ঘোষণার পর বৃহস্পতিবারই তেহরানে নিযুক্ত জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নিজের তীব্র প্রতিবাদের কথা জানায় ইরান। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জার্মানির তিনটি শহরে ইরানি কনসুলেট অফিস বন্ধ করার কারণে ইরানের জনগণ ভিসাসহ বিভিন্ন রকমের সেবা থেকে বঞ্চিত হবে।

গত কয়েকদিন আগে সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার দায়ে ইরানি বংশোদ্ভুত জার্মান নাগরিক জামশিদ শারমাহাদের মৃত্যুদণ্ড কার্যকর কার্যকর করে ইরান।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ