বেইজিংয়ের বিবৃতি
জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের প্রচেষ্টাকে সমর্থন করে চীন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে সমর্থন করে চীন।
গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, "চীন সন্ত্রাসী হামলার নিন্দা করে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।"
গত মাসের শেষ দিকে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের হামলায় ১০ জন পুলিশ সদস্য শহীদ হওয়ার পর এ বক্তব্য দিল চীন। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশটির পাকিস্তান সীমান্তবর্তী তাফতান শহরে গত ২৬ অক্টোবর পুলিশের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী ‘জয়শুল আদল’ এ হামলার দায় স্বীকার করেছে। ইরান এই গোষ্ঠীকে জয়শুল জুলুম বলে অভিহিত করে।
এছাড়া, গতকাল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক ইউনিট বলেছে, তারা এই প্রদেশে সন্ত্রাস দমনের জন্য বড় রকমের অভিযান শুরু করেছে যার ফলে এ পর্যন্ত চার সন্ত্রাসী নিহত হয়েছে। এরমধ্যে হামলাকারী জয়শুল জুলুমের একজন শীর্ষ পর্যায়ের সদস্যও রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।