কামাল খাররাজির তথ্য
ইরান পরমাণু অস্ত্র বানাতে সম্পূর্ণভাবে সক্ষম, প্রয়োজনে পরমাণু ডকট্রিনে পরিবর্তন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্র বানানোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে সক্ষম। এক্ষেত্রে একমাত্র বাধা সর্বোচ্চ নেতার জারি করা একটি ফতোয়া।
গতকাল লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
খাররাজি আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে ইরানের অবস্থানকে স্পষ্ট করে বলেন, ইরান আরো যুদ্ধ এড়াতে ইচ্ছুক তবে যেকোন উত্তেজনার প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত। তিনি এও বলেন, ইরান "অস্তিত্বগত হুমকি" অনুভব করলে তার সামরিক সক্ষমতা এবং পারমাণবিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
ইরানের পরমাণু ডকট্রিনে পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে কামাল খাররাজি বলেন, এই ধরনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইরান যদি অস্তিত্বগত হুমকির মুখে পড়ে তখন বিষয়টি বিবেচনা করা হবে। তিনি পরিষ্কার করে বলেন, পরমাণু অস্ত্র বানানোর ব্যাপারে প্রযুক্তিগত সক্ষমতা ইরানের রয়েছে এবং এ ব্যাপারে কোনো রকমের বাধা নেই তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে যে ফতোয়া জারি করেছেন সেটি একমাত্র বাধা।
একই সাথে তিনি বলেন, ইরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ করছে। যদিও এ ব্যাপারে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে তবে পশ্চিমা দেশগুলো যদি ইরানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সংক্রান্ত ইরানের উদ্বেগকে বিবেচনায় না নেয় তাহলে ইরানও পশ্চিমা উদ্বেগকে গুরুত্ব দেবে না।#
পার্সটুডে/এসআইবি/২