সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে মিশর ও কাতারের প্রস্তাব নাকচ করল হামাস
(last modified Sun, 03 Nov 2024 04:55:01 GMT )
নভেম্বর ০৩, ২০২৪ ১০:৫৫ Asia/Dhaka
  • ইজ্জাত আল-রিশ্‌ক
    ইজ্জাত আল-রিশ্‌ক

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশ্‌ক গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেছেন, সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব বিভ্রান্তিকর এবং এই উদ্যোগের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কোনো ব্যবস্থা নেই।

মিশর এবং কাতারের মধ্যস্থতকারীরা সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। 

এ সম্পর্কে গতকাল (শনিবার) ইজ্জাত আল-রিশ্‌ক বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের হামলা স্থায়ীভাবে বন্ধ, দখলদার সেনাদের প্রত্যাহার এবং বাস্তুচ্যুত লোকজনকে তাদের ঘরবাড়িতে ফেরার সুযোগ দেয়ার ব্যাপারে হামাস যে শর্ত দিয়েছে তার কোনটি এই যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যে নেই। হামাস এই বিষয়গুলোকে অপরিহার্য বলে মনে করে।

হামাসের এ নেতা বলেন, যে প্রস্তাবে ইসরাইলি আগ্রাসনের অবসান এবং গাজা থেকে দখলদার সেনাদের প্রত্যাহারের নিশ্চয়তা দেয়া হবে সেই উদ্যোগে আমরা ইতিবাচকভাবে সাড়া দেব। 

ইজ্জাত আল-রিশ্‌ক আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণাঙ্গ ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির বিষয়টিতে বাধা দিচ্ছেন এ কারণে যে, তিনি আরো সময়ক্ষেপণ করতে চান এবং আলোচনার আড়ালে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখতে চান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩

ট্যাগ