মন্ত্রিসভার বৈঠকে জানালেন ইরানের প্রেসিডেন্ট
‘ইসরাইল যুদ্ধ বন্ধ করলে প্রতিশোধমূলক হামলার তীব্রতায় পরিবর্তন আসতে পারে’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরাইল যদি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা বন্ধ করে তাহলে তা ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার ওপর ‘প্রভাব’ ফেলতে পারে।
তিনি গতকাল (রোববার) মন্ত্রিসভার এক বৈঠকে একথা জানান। পেজেশকিয়ান বলেন, “ইসরাইলিরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, যুদ্ধবিরতি মেনে নেয় এবং পশ্চিম এশিয়া অঞ্চলের নিরপরাধ ও নির্যাতিত বেসামরিক নাগরিকদের ওপর হত্যাকাণ্ড বন্ধ করে তাহলে আমাদের প্রতিশোধমূলক হামলার ধরন ও তীব্রতায় পরিবর্তন আসতে পারে।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তেহরান ভুল করবে না। ইরানের প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেন, তারা যদি ইরানের বিরুদ্ধে কোনো ‘ভুল করে বসে’ তাহলে তারা তেহরানের ‘দাঁতভাঙা জবাব’ পাবে।
ইহুদিবাদী ইসরাইল গত ২৬ অক্টোবর ইরাকের মার্কিন-নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করে ইরানের কয়েকটি সামরিক ঘাঁটিতে আগ্রাসী হামলা চালায় যার ফলে ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়। তবে ইরানের সশস্ত্র বাহিনী একথা নিশ্চিত করে যে, ইসরাইলি হামলায় ব্যবহৃত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে।
ইরান ‘সময়মতো’ ওই আগ্রাসী হামলার জবাব দেয়ার প্রত্যয় জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশবিকতার নিশ্চিত জবাব পাবে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৪