ইসরাইলি বর্বরতা
উত্তর গাজায় মাসব্যাপী হামলায় ১৮০০ ফিলিস্তিনি শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে গত মাসে এক হাজার ৮০০’র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া, শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত মাসে ইসরাইলি আগ্রাসনে প্রায় ৪,০০০ ফিলিস্তিনি আহত হন ।
গত ৬ অক্টোবর থেকে উত্তর গাজায় স্থল অভিযানে চালাচ্ছে ইসরাইল। দখলদার সেনারা সেখানে বিশেষ করে জাবালিয়া এলাকার চারপাশে কঠোর অবরোধ আরোপ করেছে। এর আওতায় ইসরাইল উত্তর গাজায় অ্যাম্বুলেন্স এবং মানবিক সাহায্যের বহর প্রবেশ করতে বাধা দিচ্ছে।
অধিকৃত গাজা উপত্যকায় যুদ্ধের পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহার করছে ইসরাইল। দখলদার এই শক্তি গত মাসে তিন হাজার্ ৮০০টি সাহায্যকারী ট্রাককে উত্তর গাজায় যেতে বাধা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরাইল সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে প্রায় চার লাখ মানুষকে অনাহারের মুখে ফেলেছে যার মধ্যে অন্তত এক লাখ শিশু রয়েছে।
এক মাসের আগ্রাসনে ইসরাইলি সেনারা কয়েক ডজন ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ধ্বংস করেছে যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল। এসব মানুষ ইসরাইলি সেনাদের আগ্রাসন থেকে নিরাপত্তা ও সুরক্ষা পাওয়ার আশায় তাদের বাড়ি ছেড়ে পালিয়েছিল।"#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।