নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারীর প্রতিবাদ
(last modified Wed, 06 Nov 2024 14:05:56 GMT )
নভেম্বর ০৬, ২০২৪ ২০:০৫ Asia/Dhaka
  • নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারীর প্রতিবাদ

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার প্রতিবাদে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী বিক্ষোভ করেছে। গ্যালান্টকে বরখাস্ত করার কয়েক ঘন্টা পর গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় ইসরাইলের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভকারীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে দখলদার ইসরাইল সরকারের মারাত্মক ব্যর্থতার মধ্যে আকস্মিকভাবে নেতানিয়াহু তার যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করেন। 

তেল আবিব শহরে বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করে সেখানে সমাবেশ করে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় তারা বাঁশি বাজায় এবং ড্রাম পেটাতে থাকে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। 

একই রকমের বিক্ষোভ হয়েছে বন্দরনগরী হাইফা ও সিজারিয়া-সহ আরো কয়েকটি স্থানে। জেরুজালেম আল-কুদস শহরে নেতা নেতানিয়াহুর বাসভবনের সামনে কয়েক হাজার মানুষ সমাবেশ করে। তারা গ্যালান্টের উত্তরসূরী ইসরায়েল কাৎজকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সাথে বন্দী মুক্তির চুক্তি করার আহ্বান জানায়

গতকাল নেতানিয়াহু তার মন্ত্রিসভা থেকে যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেন। তিনি বলেন, গ্যালান্টের সঙ্গে মতপার্থক্য তীব্রতর হওয়া এবং বিশ্বাসে ভাঙন ধরার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ইয়োভ গ্যালান্টের জায়গায় নেতানিয়াহু পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজকে নিয়োগ দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ