আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের কিছু যায় আসে না: পেজেশকিয়ান
(last modified Fri, 08 Nov 2024 08:29:08 GMT )
নভেম্বর ০৮, ২০২৪ ১৪:২৯ Asia/Dhaka
  • আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের কিছু যায় আসে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হলো তাতে তেহরানের কিছু যায় আসে না; কারণ, একটি সম্মানজনক জাতি হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পূর্ণ নিজস্ব শক্তির ওপর নির্ভরশীল।

তিনি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে এক  অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন। পেজেশকিয়ান আরো বলেন, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে তার সরকার কোনো সীমারেখা নির্ধারণ করবে না।

তিনি বলেন, “মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে ইরান সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা প্রয়োজন।”

পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলো যদি ভ্রাতৃপ্রতীম সম্পর্ক ও ঐক্য বজায় রাখত তাহলে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগোষ্ঠীর বিরুদ্ধে এভাবে ঠাণ্ডা মাথায় অপরাধযজ্ঞ চালাতে পারত না।

সম্মেলনে ইরানের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা বিশেষ করে মুসলিম ভোটারদের বেশিরভাগ বিগত এক বছর ধরে গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি গণহত্যার প্রতি ওয়াশিংটনের নির্লজ্জ সমর্থনের প্রতিবাদ জানিয়েছেন।

তিনি সকল যুদ্ধ বন্ধ করার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান।  জারিফ বলেন, মার্কিন জনগণ তাদের ভোটের মাধ্যমে একথা বুঝিয়ে দিয়েছে যে, তারা চলমান সব যুদ্ধ বন্ধ চায় এবং নতুন করে কোনো যুদ্ধ শুরু হোক তাও চায় না।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।