ইরানের মাটিতে ইসরাইলি আগ্রাসনের ঘটনায় ওআইসি'র প্রতিক্রিয়া
(last modified Fri, 08 Nov 2024 11:44:49 GMT )
নভেম্বর ০৮, ২০২৪ ১৭:৪৪ Asia/Dhaka
  • ইরানের মাটিতে ইসরাইলি আগ্রাসনের ঘটনায় ওআইসি'র প্রতিক্রিয়া

ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। ইরনা'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি গতকাল (বৃহস্পতিবার) একটি বিবৃতি দিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে: ইরানের বিরুদ্ধে দখলদার ইসরাইলের আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। সেইসাথে এ ধরনের অভিযান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বেরও লঙ্ঘন।

ওআইসি আরও বলেছে ইসরাইল ইরাকের সার্বভৌমত্বও লঙ্ঘন করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি। ইসরাইল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য ইরাকের আকাশসীমা ব্যবহার করেছে।

ওআইসি জোর দিয়ে বলেছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার রয়েছে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী তাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, নিরাপত্তা এবং জনগণকে রক্ষা করার পদক্ষেপ নেওয়া।

এর আগে জাতিসংঘের সনদের প্রতিরক্ষার জন্য জোট-নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশগুলোও ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তারা বলেছে: এই নিন্দনীয় হামলা জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।