ইসরাইলকে জাতিসংঘ থেকে বের করে দেয়ার সময় এসেছে: ইরান
(last modified Mon, 11 Nov 2024 08:37:38 GMT )
নভেম্বর ১১, ২০২৪ ১৪:৩৭ Asia/Dhaka
  • ইসরাইলকে জাতিসংঘ থেকে বের করে দেয়ার সময় এসেছে: ইরান

ইরান বলেছে, গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ এবং লেবাননে আগ্রাসন চালানোর প্রেক্ষাপটে জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কারের সময় এসে গেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার ওআইসি ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেছেন আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।  ওআইসি ও আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনে আজ (সোমবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার উপায়ে নিয়ে আলোচনা করতে রিয়াদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গরিবাবাদি বলেন, ইহুদিবাদী ইসরাইল যে কেবল জাতিসংঘের আইনগুলো লঙ্ঘন করেছে তাই নয়; সেইসঙ্গে এই সরকার জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং জাতিসংঘর ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা আনরোয়ার কার্যক্রম নিষিদ্ধ করেছে। কাজেই এরকম একটি অবৈধ সরকারকে জাতিসংঘের সদস্যপদ দিয়ে রাখার আর কোনো যৌক্তিকতা নেই।

ইরানের এই উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইল এখন পর্যন্ত গাজায় জাতিসংঘের শত শত কর্মীকে হত্যা করেছে এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশ অমান্য করেছে। তিনি গাজা উপত্যকা ও লেবাননের চলমান পরিস্থিতিকে বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক বলে অভিহিত করেনে।

গরিবাবাদি বলেন, গাজা ও লেবানে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, জাতিগত শুদ্ধি অভিযান ও গণহত্যা চালাতে আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ ইসরাইলকে সব রকম সহযোগিতা করে যাচ্ছে। কাজেই পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে কোনো কথা বলার সব রকম যোগ্যতা হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১১