ড্রোন হামলার ভয়ে 'আন্ডারগ্রাউন্ড সেইফরুম' থেকে কাজ করছেন নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/event-i143680
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলার ভয়ে একটি "আন্ডারগ্রাউন্ড সেইফরুম" থেকে কাজ করছেন। ইসরাইলের চ্যানেল-টুয়েলভ এই খবর দিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১২, ২০২৪ ১১:০২ Asia/Dhaka
  • ড্রোন হামলার ভয়ে 'আন্ডারগ্রাউন্ড সেইফরুম' থেকে কাজ করছেন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলার ভয়ে একটি "আন্ডারগ্রাউন্ড সেইফরুম" থেকে কাজ করছেন। ইসরাইলের চ্যানেল-টুয়েলভ এই খবর দিয়েছে।

নেতানিয়াহু কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থার মধ্যে অধিকৃত জেরুজালেম আল-কুদস শহরে তার অফিসের বেইজমেন্টে অবস্থিত নিরাপদ কক্ষে "নিরাপত্তা সভা" করছেন। কিছুদিন আগে তেল আবিবের উত্তরে সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ যোদ্ধারা একটি ড্রোন দিয়ে আঘাত হানে। এর পর থেকে নেতানিয়াহু গোপন এই নিরাপদ কক্ষটি ব্যবহার করছেন।

ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর ড্রোন আটকাতে ব্যর্থ হলে নেতানিয়াহু এই আন্ডারগ্রাউন্ড কক্ষ ব্যবহার করা শুরু করেন। সেদিন ইসরাইলের কথিত হোম ফ্রন্ট কমান্ডও সতর্কতা জারি করতে ব্যর্থ হয়।

এর আগে, আগস্ট মাসে হিজবুল্লাহর একটি ড্রোন ইসরাইলের উত্তরাংশে অনুপ্রবেশ করে নেতানিয়াহুর বাসস্থানের চিত্রগ্রহণ করেছিল। সেপ্টেম্বরের শেষ দিকে নিউইয়র্ক সফর থেকে নেতানিয়াহু ইসরাইলে ফিরলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায়।

এদিকে, ইসরাইলের কর্মকর্তারা নেতানিয়াহুকে বেশি সময় নির্দিষ্ট কোনো অবস্থানে থাকার বিষয়ে সতর্ক করেছেন। তারা আশংকা করছেন, নেতানিয়াহু কোনো এক স্থানে বেশিদিন ধরে অবস্থান করলে কিংবা বার বার একইস্থানে যাতায়াত করলে প্রতিরোধ যোদ্ধারা সেখানে হামলা চালাতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।