সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি
(last modified Wed, 13 Nov 2024 05:45:01 GMT )
নভেম্বর ১৩, ২০২৪ ১১:৪৫ Asia/Dhaka
  • দামেস্কের একটি আবাসিক এলাকায় ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতির দৃশ্য
    দামেস্কের একটি আবাসিক এলাকায় ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতির দৃশ্য

ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরাইলের লাগাতার হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, আরব এই দেশটির ওপর দখলদার ইসরাইলের আগ্রাসন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সহকারী আলী আসগর খাজি সিরিয়া বিষয়ক জাতিসংঘের দূত গেইর পিডারসেনের সঙ্গে গতকাল (মঙ্গলবার) এক বৈঠকে একথা বলেছেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক সংলাপের অবকাশে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের শীর্ষ এ কূটনীতিক আবারো জোর দিয়ে বলেন, সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত। ইসরাইলের আগ্রাসী তৎপরতার মধ্যেই সিরিয়া পরিস্থিতি নিয়ে দামেস্ক এবং তেহরানের মধ্যে সম্প্রতি আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

ইসরাইলের অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা বিশেষ করে নিরাপত্তা পরিষদের সক্রিয় পদক্ষেপ এবং দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত বলে মন্তব্য করেন ইরানি কূটনীতিক। 

সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন এবং আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকার প্রেক্ষাপটে পিডারসেন দুঃখ প্রকাশ করেন। একই সাথে সিরিয়া এবং লেবাননের উদ্বাস্তুদের জন্য পর্যাপ্ত তহবিল যোগানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/১৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।