আস্তানায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক বৈঠক
ইসরাইলি বর্বরতায় ইরান, রাশিয়া ও তুরস্কের তীব্র নিন্দা
পশ্চিম এশিয়ায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং তুরস্ক।
গতকাল (মঙ্গলবার) কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক বৈঠকে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরো বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সিরিয়া বিষয়ক আস্তানায় ২২তম বৈঠকের চূড়ান্ত ঘোষণায় তিন দেশ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা এবং অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর নিন্দা এবং গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সাথে লেবাননে এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তারও নিন্দা করা হয়।
গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধ বন্ধ এবং বাধাবিহীনভাবে ত্রাণ কার্যক্রম চালানোর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে এই তিন দেশ।
সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যে যে বিমান হামলা চালাচ্ছে তারা নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া এবং তুরস্ক।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।