মোদির বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি: নিরাপত্তা জোরদার
https://parstoday.ir/bn/news/event-i143792-মোদির_বিমানে_আচমকা_যান্ত্রিক_ত্রুটি_নিরাপত্তা_জোরদার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লিগামী বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় দিল্লি ফেরায় বিলম্ব হলো। দুই ঘন্টা অপেক্ষার পর অবশেষে ফিরলেন বিমানবাহিনীর একটি বিমানে করে দিল্লি ফিরলেন মোদী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৫, ২০২৪ ১৬:৫০ Asia/Dhaka
  • মোদির বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি: নিরাপত্তা জোরদার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লিগামী বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় দিল্লি ফেরায় বিলম্ব হলো। দুই ঘন্টা অপেক্ষার পর অবশেষে ফিরলেন বিমানবাহিনীর একটি বিমানে করে দিল্লি ফিরলেন মোদী।

আজ (শুক্রবার) আচমকাই মোদির বিমানটি খারাপ হয়ে যায়। এ কারণে বিমানবন্দরেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে মোদিকে। বিমানটি ওড়ার আগেই আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিশেষজ্ঞ দল বিমানটি পরীক্ষা করে দেখছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবারই ঝাড়খণ্ডে আসেন মোদি। সেখানে ৬৬৪০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর দুটি জনসভায় ভাষণ দেন তিনি।

সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই এই সভা করেন প্রধানমন্ত্রী। তারপর দিল্লি ফেরার কথা থাকলেও আচমকা বিমানে ত্রুটি ধরা পড়ায় ফেরার প্রক্রিয়া বিলম্বিত হল।#

পার্সটুডে/জিএআর/১৫