লারিজানি সর্বোচ্চ নেতার বার্তা পৌঁছে দিলেন স্পিকার নাবিহ বেরিকে
https://parstoday.ir/bn/news/event-i143864-লারিজানি_সর্বোচ্চ_নেতার_বার্তা_পৌঁছে_দিলেন_স্পিকার_নাবিহ_বেরিকে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি বার্তা লেবাননের স্পিকার নাবিহ বেরিকে পৌঁছে দিয়েছেন ইরানের সাবেক স্পিকার ড. আলী লারিজানি। তিনি বর্তমানে সর্বোচ্চ নেতার শীর্ষ পর্যায়ের একজন উপদেষ্টা। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৬, ২০২৪ ১৭:১৩ Asia/Dhaka
  • লেবাননের স্পিকার নাবিহ বেরি\\\'র সঙ্গে বৈঠক করেন ড. আলী লারিজানি
    লেবাননের স্পিকার নাবিহ বেরি\\\'র সঙ্গে বৈঠক করেন ড. আলী লারিজানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি বার্তা লেবাননের স্পিকার নাবিহ বেরিকে পৌঁছে দিয়েছেন ইরানের সাবেক স্পিকার ড. আলী লারিজানি। তিনি বর্তমানে সর্বোচ্চ নেতার শীর্ষ পর্যায়ের একজন উপদেষ্টা। 

লেবাননের স্পিকারকে সর্বোচ্চ নেতার বার্তা পৌঁছে দেয়ার পর লারিজানি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশ থেকে যে সমস্ত মানুষ চলে যেতে বাধ্য হয়েছেন তারা যাতে আবার নিজেদের ঘরবাড়িতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করা উচিত। 

ড. লারিজানি সাংবাদিকদের আরো জানান, তার এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল লেবাননের সরকার ও জনগণকে সমর্থন দেয়া। তিনি বলেন, “পরিস্থিতি আরো খারাপ হোক আমরা তা চাই না বরং সমস্যার সমাধান চাই। আমরা লেবাননের সেই সমস্ত মানুষকে সমর্থন করি যারা ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাঙ্গোপাঙ্গদের বিব্রত করেছে। 

প্রতিরোধ যোদ্ধাদেরকে ইরান সমর্থন দেয়া বন্ধ করেছে বলে যে কথা ছড়িয়েছে তাও দৃঢ়ভাবে নাকচ করেন ড. লারিজানি। লেবাননের সরকারি কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য গতকাল শুক্রবার প্রথমভাগে তিনি বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৬