বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফের শাহাদাত
(last modified Mon, 18 Nov 2024 04:07:12 GMT )
নভেম্বর ১৮, ২০২৪ ১০:০৭ Asia/Dhaka
  • বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফের শাহাদাত

লেবাননের রাজধানী বৈরুতে সিরিয়ার বাথ পার্টির দপ্তরে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফ শহীদ হয়েছেন বলে সংগঠনটি  নিশ্চিত করেছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি- এনএনএ জানিয়েছে, বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় অবস্থিত বাথ পার্টির ভবনে রোববার ইসরাইলি বিমান হামলা হয়। হিজবুল্লাহর মুখপাত্রকে টার্গেট করেই মূলত হামলাটি চালানো হয়।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের মুখপাত্র মোহাম্মাদ আফিফের শাহাদাতের খবর নিশ্চিত করে তার কর্মময় জীবনের প্রশংসা করেছে।

বাথ পার্টির মহাসচিব আলী হিজাজি জানিয়েছেন, পার্টির সদরদপ্তরে আফিফ যখন একটি বৈঠক করছিলেন তখন ওই হামলা চালানো হয়। তিনি বলেন, “আফিফ অস্ত্র হাতে লড়াই করেননি এবং তিনি হিজবুল্লাহর সামরিক শাখারও সদস্য ছিলেন না; তিনি বরং সংগঠনের গণমাধ্যম শাখাকে নেতৃত্ব দিচ্ছিলেন।”

এই নিয়ে আফিফকে হত্যা করার দ্বিতীয় প্রচেষ্টায় সফল হলো ইহুদিবাদী ইসরাইল। এর কয়েক সপ্তাহ আগে বৈরুতে হিজবুল্লাহর গণমাধ্যম অফিসে চালানো এক হামলায় তিনি প্রাণে রক্ষা পেয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৮