‘ট্রাম্পের পুনর্নির্বাচন চীন-ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না’
(last modified Mon, 18 Nov 2024 09:32:24 GMT )
নভেম্বর ১৮, ২০২৪ ১৫:৩২ Asia/Dhaka
  • ‘ট্রাম্পের পুনর্নির্বাচন চীন-ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ক্ষমতায় আসা ইরানের পররাষ্ট্রনীতি বিশেষ করে চীন ও ইরানের মধ্যকার কৌশলগত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

গতকাল (রোববার) রাজধানী তেহরানে চীনা রাষ্ট্রদূত চং পিউয়ুর সাথে বৈঠকের সময় একথা বলেন আলী আকবর বেলায়েতি। বৈঠকে দুই কর্মকর্তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

ড. বেলায়েতি ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দিয়ে বলেন, দু দেশের মধ্যে দীর্ঘ, ঘনিষ্ঠ এবং আন্তরিকতাপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যার জোরালো প্রভাব পরস্পরের ওপর সুস্পষ্ট। তিনি বলেন, দুই দেশ সহযোগিতা আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, ইরানের সাথে সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তার দেশ খুবই গুরুত্ব দেয়। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানান। চীনা রাষ্ট্রদূত আরো বলেন, পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ইরান-চীনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে -এমন কোনো কিছুকে সুযোগ দেয়া উচিত নয়।

২০২১ সালের মার্চ মাসে ইরান ও চীন ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি সই করে।#

পার্সটুডে/এসআইবি/১৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।