ট্রাম্পের সর্বোচ্চ চাপ সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে মোকাবেলা করা হবে
(last modified Mon, 18 Nov 2024 12:21:48 GMT )
নভেম্বর ১৮, ২০২৪ ১৮:২১ Asia/Dhaka
  • ট্রাম্পের সর্বোচ্চ চাপ সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে মোকাবেলা করা হবে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ইরানের ওপর আবার সর্বোচ্চ চাপ সৃষ্টি চেষ্টা করে তাহলে তেহরান সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমে তা মোকাবেলা করবে।

ব্রিটিশ পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকার তিনি এই মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে একতরফাভাবে ইরানের সাথে পরমাণু সমঝোতা বাতিল করেছিলেন এবং তেহরানের ওপর নিষেধজ্ঞা জোরদার করেন। 

এ বিষয়টিকে সামনে রেখে মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবারো সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেন তাহলে ইরান সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে তা  মোকাবেলা করবে। 

তিনি আরো বলেন, “আমরা নিষেধাজ্ঞার মাঝে থেকেই আমাদের কাজ অব্যাহত রাখব,  আমাদের মিত্রদের সাথে ব্যবসা-বাণিজ্যে বৈচিত্র্য আনব এবং শান্ত থাকার মধ্য দিয়ে আমাদের আঞ্চলিক মিত্রদের সাথে আমরা সম্পর্ক জোরদার করব।” 

একই সাথে ইরানের মন্ত্রী বলেছেন, পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সাথে ইরানের আলোচনার দরজা খোলা রয়েছে। তবে মনে রাখতে হবে যে, ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা আগেরবার আলোচনা নস্যাৎ করেছেন এবং তারা আলোচনায় বসতে রাজি ছিলেন না। রাভাঞ্চি বলেন, আগামী চার বছর একই নীতি অনুসরণ করবে কিনা সেটি তাদের বিষয় তবে এটি করা হবে অযৌক্তিক।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮