মোহাম্মদ আফিফকে হত্যা
হিজবুল্লাহর মিডিয়া শক্তি বেদনাদায়ক বলে ইসরাইলের স্বীকারোক্তি
পার্সটুর্ডে: আন্তর্জাতিক ইস্যুতে বিশেষজ্ঞ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারীরা লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ আল নাবুলসিকে শহীদ করার জন্য ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পদক্ষেপকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর মিডিয়া অপারেশনের বেদনাদায়ক কার্যক্রমের লক্ষণ হিসেবে আখ্যায়িত করেছেন।
রোববার ইহুদিবাদী ইসরাইলের হামলায় লেবাননের হিজবুল্লাহর মিডিয়া সম্পর্কিত বিভাগের প্রধান এবং সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আফিফ আল নাবুলসি শহীদ হন।
পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, শহীদ মোহাম্মদ আফিফ আল নাবুলসি যিনি লেবাননে "হাজ মুহাম্মদ" নামে পরিচিত ছিলেন তিনি ১৯৮৩ সালে হিজবুল্লাহ আন্দোলনে যোগ দেন এবং হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে তিনি পরিচিতি পান। প্রথম থেকেই তিনি হিজবুল্লাহ আন্দোলনের কাঠামো গঠনে কার্যকর ভূমিকা পালন করেছিলেন এবং সময়ের সাথে সাথে তিনি হিজবুল্লাহর অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হন।
২০১৪ সালে শহীদ আফিফ হিজবুল্লাহর মিডিয়া রিলেশন অফিসারের পদে নিযুক্ত হন এবং একজন মিডিয়া সমন্বয়ক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে হিজবুল্লাহর আন্দোলনের বার্তা বিশেষ করে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সঙ্কট ও সংঘাত চলার সময়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০২৩ সালের ৭ অক্টোবরের এর পর ইহুদিবাদী শাসকদের মাধ্যমে সংঘটিত অপরাধযজ্ঞের সময় শহীদ আফিফ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি হিজবুল্লাহর দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে তার দল মুসলিম দেশগুলির পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর হামলা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহৃ শহীদ হওয়ার পর লেবাননের হিজবুল্লাহর মিডিয়া প্রধান প্রতিদিনই সংবাদ সম্মেলন করে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আসছিলেন।
শহীদ আফিফ সম্প্রতি ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হুমকিকে চ্যালেঞ্জ করে একটি সংবাদ সম্মেলনে বলেছেন: আমরা হামলাকে ভয় পাই না, আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আমাদের ইচ্ছা দৃঢ় এবং আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হাতে মোহাম্মদ আফিফের শাহাদত বিশিষ্ট ব্যক্তিসহ এক্স চ্যানেলের ইরানি ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে।
মোহাম্মদ আফিফ আল নাবুলসির শাহাদাতের প্রতিক্রিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পীকারের রাজনৈতিক ও মিডিয়া বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইদ আহদিয়ান আফিফির শাহাদাতের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, হিজবুল্লাহ আর লেবাননের ভিতরে সীমাবদ্ধ নেই বরং হিজবুল্লাহর পতাকা বিশ্বের বিভিন্ন অংশে গর্বের সাথে উড়ানো হচ্ছে।
ইরানের সাবেক সংস্কৃতি ও ইসলামিক দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনি এবং ইরানি ফুটবলার মেহেদি তোরাবি অন্যান্য বিশিষ্ট ইরানি এক্স ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন যারা হিজবুল্লাহর মিডিয়া প্রধানের শাহাদাতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
শহীদ মোহাম্মদ আফিফ আল নাবুলসিকে একজন সাহসি মুজাহিদ হিসেবে পরিচয় করিয়ে মোহাম্মদ হোসেইনি বলেন, তিনি লেবাননের সাহসী পুরুষ ও নারীদের প্রতিরোধের উচ্চ কণ্ঠস্বর এবং প্রতিক।
ইরানী ফুটবল খেলোয়াড় মেহেদি তোরাবি এক্সে এ সম্পর্কে লিখেছেন, তিনি তার নিজের কণ্ঠে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নানা অপরাধযজ্ঞের বর্ণনাকারী ছিলেন।
আন্তর্জাতিক বিষয়ের একজন বিশেষজ্ঞ মোহাম্মদ মাহদি রহিমি এক্স সোশ্যাল নেটওয়ার্কে আরেকটি বার্তায় লিখেছেনন, মোহাম্মদ আফিফকে হত্যা করার জন্য ইহুদিবাদী শাসনের বারবার প্রচেষ্টা এই শাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর মিডিয়া কার্যক্রমের বেদনাদায়ক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে।#
পার্সটুডে/এমবিএ//১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।