অন্ধকারে ডুবে গেছে হাইফা নগরী, পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে রকেটের আঘাত
https://parstoday.ir/bn/news/event-i143898-অন্ধকারে_ডুবে_গেছে_হাইফা_নগরী_পদাতিক_ব্রিগেডের_সদর_দপ্তরে_রকেটের_আঘাত
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরাইলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৭, ২০২৪ ১৩:৪৯ Asia/Dhaka
  • অন্ধকারে ডুবে গেছে হাইফা নগরী, পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে রকেটের আঘাত

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরাইলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে। 

ইসরাইলের হাইয়ুম পত্রিকার প্রতিবেদন অনুসারে, লেবানন থেকে গতরাতে হাইফা নগরীতে অন্তত দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইহুদিবাদী ইসরাইলের দখলদার বাহিনী এ খবর নিশ্চিত করেছে। 

গণমাধ্যম সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে চ্যানেল-ফোর্টিন জানিয়েছে, নগরীর আল-কারমেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চ্যানেল-টুয়েলভও বলেছে, আল-কারমেল এলাকার একটি ভবনে হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত হেনেছে।

হাইফা ছাড়াও আক্রে শহর এবং তার আশপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, ক্রায়োথ ও আক্রে শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলে গতকাল হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে। ফলে, এসব এলাকায় সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হুড়োহুড়িতে অন্তত পাঁচজন আহত হয়েছে।

এর আগে হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে তারা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে তারা দুই দফা হামলা চালিয়েছে। এছাড়া, আল-মানারা ইহুদি বসতিতে ইসরাইলি সেনা সমাবেশ লক্ষ্য করে রকেট হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৭