পাকিস্তানে দুই দিনে ২০ সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত: প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শোক
(last modified Wed, 20 Nov 2024 12:07:08 GMT )
নভেম্বর ২০, ২০২৪ ১৮:০৭ Asia/Dhaka
  • পাকিস্তানে দুই দিনে ২০ সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত: প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর মালিখেল এলাকায় একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছে। এ সময় পাল্টা হামলায় ছয় সন্ত্রাসী প্রাণ হারিয়েছে।    

আজ (বুধবার) পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বান্নু জেলার মালিখেল এলাকায় একটি যৌথ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করে। সেনারা তাদের প্রতিহত করলেও একটি আত্মঘাতী বিস্ফোরণে চেকপোস্টের সীমানা প্রাচীর এবং আশপাশের অবকাঠামো ধসে পড়ে। এতে ১০ সেনাসদস্য এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির দুই সদস্য নিহত হন।

আইএসপিআর আরও জানায়, প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে চেকপোস্টের প্রাচীরে আঘাত করে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে ছয় সন্ত্রাসী নিহত হয়।

এ ঘটনার মাত্র একদিন আগেই খাইবার পাখতুনখাওয়ার তিরাহ এলাকায় সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে আট সেনা এবং নয় সন্ত্রাসী নিহত হন। নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছে।

এসব সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, মাতৃভূমির সুরক্ষায় তাদের এই ত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সন্ত্রাস নির্মূলে জাতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দেশের সাহসী সেনারা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি আরও বলেন, যারা জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।#

পার্সটুডে/এমএআর/২০