আবার ইসরাইলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী
https://parstoday.ir/bn/news/event-i144052-আবার_ইসরাইলি_জাহাজ_আটক_করার_ঘোষণা_দিয়েছে_ইয়েমেনের_সশস্ত্র_বাহিনী
ইহুদিবাদী ইসরাইলি ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরেকটি ইসরাইলি জাহাজ আটক করার কথা ঘোষণা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২১, ২০২৪ ১০:১৫ Asia/Dhaka
  • আবার ইসরাইলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী

ইহুদিবাদী ইসরাইলি ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরেকটি ইসরাইলি জাহাজ আটক করার কথা ঘোষণা করেছে।

ওই বাহিনী বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ঘোষণা করেছে, লোহিত সাগরে এক সামরিক অভিযান চালিয়ে একটি ইসরাইলি জাহাজ আটক করে সেটিকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলাম ধর্মের শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জাহাজটির ক্রুদের সঙ্গে আচরণ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে ‘গ্যালাক্সি লিডার’ নামক আরেকটি বিশালকায় ইসরাইলি বাণিজ্যিক জাহাজ আটক করেছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তবে এবারের জাহাজটির নাম, ধরন বা আকার বিবৃতিতে উল্লেখ করা হয়নি।  গ্যালাক্সি লিডার এখনও ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে।

হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথির নির্দেশে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরাইল যে ভয়াবহ গণহত্যা ও পাশবিক নির্যাতন চালাচ্ছে তার জবাব দিতে জাহাজটি আটক করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগরসহ আশপাশের সাগরগুলো ইসরাইল অভিমুখী জাহাজগুলোর বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গাজায় ইসরাইলি গণহত্যায় এ পর্যন্ত ৪৪ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।