আইএইএ’র প্রতি আরাকচি
‘ইউরোপীয় তিন দেশের ইরান-বিরোধী প্রস্তাবের বিরোধিতা করুন’
ইউরোপের তিনটি দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যে প্রস্তাব আনতে যাচ্ছে তার বিরোধিতা করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অফ গভর্নর্সের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
গতকাল (বুধবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আলজেরিয়া, বুরকিনা ফাসো, পাকিস্তান এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপে এই আহ্বান জানান। এসব দেশ আইএইএ’র বোর্ড অফ গভর্নর্সের সদস্য।
গতকালই ইউরোপীয় তিন দেশ ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি ইরান-বিরোধী একটি প্রস্তাব উত্থাপন করেছে। আন্তর্জাতিক এ সংস্থার বোর্ড মিটিংয়ের আগে ইউরোপের তিন দেশ এই পদক্ষেপ নিয়েছে। আজ প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে।
আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে প্রায় একই ধরনের কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এসব দেশের অভিযোগ আইএইএ’র সাথে পরমাণু কর্মসূচির ব্যাপারে ইরান পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করছে না। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান আইআইএ-কে যথেষ্ট সহযোগিতা করছে, এমনকি ইরান তার পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পরিদর্শনেরও ব্যবস্থা করে আসছে এবং সহযোগিতার মাত্রা দিন দিন বাড়ছে।
আব্বাস আরাকচি বলেন, ৩৫ সদস্যের বোর্ড অফ গভর্নর্সের উচিত হবে ইউরোপীয় তিন দেশকে এই প্রস্তাব পাস না করতে দেয়া। কারণ ইউরোপের দেশগুলো তাদের রাজনৈতিক স্বার্থে এই প্রস্তাব উত্থাপন করেছে।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।