ইউরোপীয় দেশগুলোকে বহু প্রশ্নের জবাব দিতে হবে: কামাল খাররাজি
https://parstoday.ir/bn/news/event-i144076-ইউরোপীয়_দেশগুলোকে_বহু_প্রশ্নের_জবাব_দিতে_হবে_কামাল_খাররাজি
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বরাখস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই রায় ইসরাইলের পাশাপাশি পশ্চিমাদের জন্যও কলঙ্ক বয়ে এনেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২২, ২০২৪ ১৪:০৯ Asia/Dhaka
  • ইউরোপীয় দেশগুলোকে বহু প্রশ্নের জবাব দিতে হবে: কামাল খাররাজি

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বরাখস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই রায় ইসরাইলের পাশাপাশি পশ্চিমাদের জন্যও কলঙ্ক বয়ে এনেছে।

ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ কামাল খাররাজি তেহরানে এক বক্তৃতায় এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, “ইউরোপীয় দেশগুলোকে এখন প্রথমত আইসিসির নির্দেশ বাস্তবায়ন করতে হবে এবং দ্বিতীয়ত এই প্রশ্নের জবাব দিতে হবে যে, তারা এতদিন কেন এমন জঘন্য অপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। তারা কেন এতদিন এই যুদ্ধাপরাধীদের সব ধরনের সমরাস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করে এসেছে।”

খাররাজি আরো বলেন, “ইউরোপীয়দেরকে এখন একথা স্পষ্ট করতে হবে যে, ইসরাইলি নেতাদের যুদ্ধাপরাধের বিষয়টি যখন আদালতে প্রমাণিত হয়েছে তখনও কি তারা তেল আবিবের প্রতি আগের মতো রাজনৈতিক, অর্থনৈতিক ও সমরাস্ত্রগত সহযোগিতা করে যাবে নাকি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে?”

ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা আরো বলেন, বিস্ময়ের ব্যাপার হচ্ছে, মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আইসিসির এই রায়কে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। এ ধরনের বক্তব্য সভ্যতার দাবিদার পশ্চিমা সরকারগুলোর মুখোশ উন্মোচন করে দিয়েছে। মানবাধিকারের রক্ষক দাবিদার এসব সরকার যে মানবাধিকারের সবচেয়ে বড় ভক্ষক- একথা প্রমাণিত হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২২