আইসিসির রায় মেনে বেশিরভাগ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে        
(last modified Fri, 22 Nov 2024 08:13:05 GMT )
নভেম্বর ২২, ২০২৪ ১৪:১৩ Asia/Dhaka
  • আইসিসির রায় মেনে বেশিরভাগ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে        

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বরাখস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকে বিশ্বের বেশিরভাগ দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা স্বাগত জানিয়েছে। তারা বলেছে, আইসিসির এই ঐতিহাসিক রায় বাস্তবায়ন করতে সবাই বাধ্য।

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‘বাধ্যতামূলক’: ইইউ

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, আইসিসির এ রায় ‘রাজনৈতিক’ নয়, কাজেই এ রায়কে ‘সম্মান জানাতে এবং তা বাস্তবায়ন’ করতে হবে। জর্দান সফররত বোরেল বৃহস্পতিবার আম্মানে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইইউর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন। বোরেল বলেন, যেসব দেশে আইসিসির সদস্য তাদের সবাইকে এ রায় বাস্তবায়ন করতে হবে। ইইউভুক্ত সবগুলো দেশ আইসিসির সদস্য বলে তিনি জানান।

আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রোম সংবিধি’ নামক একটি চুক্তি ১৯৯৮ সালের ১৭ জুলাই ইতালির রোমে একটি কূটনৈতিক সম্মেলনে গৃহীত হয়। এটি ২০০২ সালের ১ জুলাই কার্যকর হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১২৪টি দেশ এই চুক্তিতে সই করেছে। কারও বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলে এসব দেশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য।

নেদারল্যান্ডসে এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে: আমস্টার্ডাম

নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প বলেছেন, নেতানিয়াহু তার দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে।  বৃহস্পতিবার পার্লামেন্টে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভেল্ডক্যাম্প বলেন, নেদারল্যান্ড রোম সংবিধির অংশ হয়েই থাকবে।

আইসিসির গ্রেফতারি পরোয়ানা ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’: আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা একটি তাৎপর্যপূর্ণ ও গুরুতর পদক্ষেপ। তিনি আরো বলেছেন, “আইসিসির সিদ্ধান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  এর চেয়ে গুরুতর অভিযোগ আর হতে পারে না।”

হ্যারিস বলেন, “আয়ারল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকাকে সম্মান করে। এটির গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে সহায়তা করার অবস্থায় থাকা যে কাউকে এখন তা বাস্তবায়নে জরুরি ভিত্তিতে সহযোগিতা করতে হবে।”

নেতানিয়াহু এখন আনুষ্ঠানিকভাবে একজন ফেরারি আসামি: অ্যামনেস্টি প্রধান

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে, বৃহস্পতিবার আইসিসির সিদ্ধান্তের পর নেতানিয়াহু ‘এখন আনুষ্ঠানিকভাবে একজন ওয়ান্টেড ব্যক্তি।’

অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেছেন, নেতানিয়াহু এখন আনুষ্ঠানিকভাবে একজন ওয়ান্টেড ব্যক্তি। ক্যালামার্ড আরো বলেন, আমরা আইসিসির সকল সদস্য রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করার অনুরোধ করছি। আইসিসির নির্দেশ অনুযায়ী তারা যেন নেতানিয়াহু ও গালান্টকে গ্রেফতার করে আদালতের কাছে হস্তান্তর করে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২২