দুবাইতে ইসরাইলি রাব্বি খুন: জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
https://parstoday.ir/bn/news/event-i144178-দুবাইতে_ইসরাইলি_রাব্বি_খুন_জড়িত_থাকার_অভিযোগ_প্রত্যাখ্যান_করল_ইরান
সংযুক্ত আরব আমিরাতে একজন ইহুদিবাদী রাব্বি খুনের ঘটনায় ইরানকে জড়িয়ে যে খবর প্রচার করা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে আবু ধাবিস্থ ইরান দূতাবাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৫, ২০২৪ ১০:২৫ Asia/Dhaka
  • দুবাইতে ইসরাইলি রাব্বি খুন: জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

সংযুক্ত আরব আমিরাতে একজন ইহুদিবাদী রাব্বি খুনের ঘটনায় ইরানকে জড়িয়ে যে খবর প্রচার করা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে আবু ধাবিস্থ ইরান দূতাবাস।

২৮ বছর বয়সি ইসরাইলি রাব্বি জাভি কোগান গত বৃহস্পতিবার দুবাইয়ে নিখোঁজ হন এবং গতকাল (রোববার) তার লাশ পাওয়া যায়। ইহুদিবাদী ইসরাইল সরকার ও পশ্চিমা গণমাধ্যমগুলো এ ঘটনায় ইরানকে দায়ী করতে এক মুহূর্ত সময় নেয়নি। কোনো প্রমাণ ছাড়াই তারা সমস্বরে একথা প্রচার করতে থাকে যে, এ ঘটনায় ইরানের হাত রয়েছে। এমনকি আমিরাতের পুলিশ তদন্ত শুরু করার আগেই তারা এ দাবি করতে থাকে।

ইরান দূতাবাসের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়েছে, “ওই ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ইরানকে জড়িয়ে যেসব খবর প্রচার করা হচ্ছে তা আমরা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছি।”

আমিরাতের পুলিশ রোববার রাতে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ইসরাইলি গণমাধ্যম ওয়াই-নেট জানিয়েছে, নিহত কোগান এর আগে ইহুদিবাদী সামরিক বাহিনীর গিভাতি ব্রিগেডে কাজ করেছে। গত বছরের অক্টোবর মাস থেকে  গাজায় ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে গিভাতি ব্রিগেড।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৫