ওয়াশিংটন পোস্টের খবর
যুদ্ধের ক্লান্তি ঘিরে ধরেছে ইসরাইলকে
ইহুদিবাদী ইসরাইলের সেনাদের মধ্যে যুদ্ধের ক্লান্তি ক্রমেই বাড়ছে। আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট গতকাল (রোববার) এক নিবন্ধে একথা বলেছে। সংবাদপত্রটি উল্লেখ করেছে, সামরিক পরিষেবার জন্য ডাকা কয়েক হাজার পুরুষের অনুপস্থিতি ইসরাইলি অর্থনীতির ওপর প্রভাব ফেলছে।
গত বছরের ৭ অক্টোবর, হামাসের আকস্মিক সামরিক অভিযানের পর ইহুদিবাদী ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন শুরু করে। ইসরাইলের ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসনে ৪৪ হাজার মানুষ শহীদ এবং ১ লাখ ৪ হাজার মানুষ আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
ওয়াশিংটন পোস্ট তার নিবন্ধে বলেছে, যুদ্ধের জন্য ডাক পাওয়া ইসরাইলি রিজার্ভ সেনাদের অনেকেই দায়িত্ব পালনের জন্য রিপোর্ট করছে না, তারা যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে।
ইসরাইলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র নাদাব শোশানির উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, তালিকাভুক্ত রিজার্ভ সেনাদের মধ্যে প্রায় শতকরা ১৫ ভাগ যুদ্ধে যোগ দেয়া থেকে বিরত থাকছে। পত্রিকাটি আরো বলেছে, আধুনিক সময়ে ইসরাইল দীর্ঘতম যুদ্ধের মোকাবেলা করছে যা ইসরাইলের জন্য নজিরবিহীন ক্ষতি ডেকে এনেছে।
ইসরাইলের দাবি অনুসারে- চলমান যুদ্ধের কারণে কমপক্ষে ৮০৪ জন সেনা নিহত ও ৫৪০০ সেনা আহত হয়েছে। তবে প্রতিরোধ যোদ্ধারা বলছে- হতাহত ইসরাইলি সেনারা সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি রিজার্ভ সেনা জানিয়েছে, তার ইউনিটে ১২ জন সেনা ছিল; এখন সেই ইউনিটের সেনা সংখ্যা ৫-এ নেমে এসেছে। সাত জন সেনা যুদ্ধে ফিরতে রাজি হয়নি।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৫