দক্ষিণ লেবাননে ইসরাইলের ড্রোন হামলা, আহত তিনজন 
https://parstoday.ir/bn/news/event-i144316-দক্ষিণ_লেবাননে_ইসরাইলের_ড্রোন_হামলা_আহত_তিনজন
দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিন পর এই ঘটনা ঘটলো। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০২৪ ১৮:৫৩ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননে ইসরাইলের ড্রোন হামলা, আহত তিনজন 

দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিন পর এই ঘটনা ঘটলো। 

দক্ষিণ লেবাননের মার্কাবা গ্রামে একটি গাড়ির কাছে ইসরাইল ড্রোন হামলা চালায়। বিস্তারিত না জানিয়ে ইসরাইলি সামরিক বাহিনী পরিচালিত রেডিও চ্যানেল এই খবর দিয়েছে। 

দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এছাড়া, আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ ইসরাইলের পুরো উত্তরাঞ্চল এবং গভীর অভ্যন্তরেও ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমনকি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন হামলার শিকার হয়েছে।

চরম দুর্ভোগের মুখে ইসরাইল এই যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় যার মধ্যস্থতায় ছিল আমেরিকা ও ফ্রান্স। কিন্তু দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে তারা হুমকির মুখে ফেলেছে। আশঙ্কা করা হচ্ছে- এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে নতুন করে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। হিজবুল্লাহ আগেই বলে রেখেছে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারাও জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যদিকে, দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজেদের ঘরবাড়িতে না ফেরার জন্য সতর্ক করেছে দখলদার ইসরাইল।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৮