পাঞ্জাব ও বেলুচিস্তানের বিধানসভায় ইমরান খানের পিটিআই নিষিদ্ধের জন্য প্রস্তাব
(last modified Fri, 29 Nov 2024 14:12:51 GMT )
নভেম্বর ২৯, ২০২৪ ২০:১২ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার জন্য পাঞ্জাবের বিধানসভা সচিবালয়ে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও প্রাদেশিক বিধানসভার সদস্য রানা মুহাম্মদ ফাইয়াজ এ প্রস্তাব পেশ করেছেন। গতকাল (বৃহস্পতিবার) বেলুচিস্তান বিধানসভাতেও একই ধরনের একটি প্রস্তাব দিয়েছে দলটি।

পাঞ্জাবের বিধানসভা সচিবালয়ে পেশ করা প্রস্তাবে পিটিআইকে ‘ঐক্য নষ্টকারী গোষ্ঠী’ উল্লেখ করে দলটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। রাজনৈতিক দলের ছদ্মবেশে দলটি ঐক্য নষ্ট করছে বলেও প্রস্তাবটিতে অভিযোগ করা হয়েছে। প্রস্তাবটিতে জোর দিয়ে বলা হয়েছে, পিটিআই পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করছে। তা ছাড়া দলটি নৈরাজ্যমূলক কর্মকাণ্ড উসকে দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

গত রোববার রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন স্থানে কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ করেছেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। এতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত হয়। এর পর থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে পিটিআই নিষিদ্ধের দাবি উঠছে।#

এদিকে গতকাল বেলুচিস্তানের বিধানসভায় পেশ করা প্রস্তাবে পিটিআইয়ের বিরুদ্ধে বিচার বিভাগ, গণমাধ্যম, অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলো ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। প্রস্তাবে পিটিআই নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে তদন্ত করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দলটির অভিযুক্ত নেতাদের বিচারের মুখোমুখি করারও প্রস্তাব করা হয়েছে।

ইসলামাবাদ ও দেশটির অন্য জায়গায় পিটিআইয়ের সাম্প্রতিক বিক্ষোভ থেকে ১ হাজার ১৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।  

পিটিআই নেতা সালমান আকতার রাজা দাবি করেছেন, বিক্ষোভে ২০ জন নিহত হয়েছেন। কিন্তু কর্তৃপক্ষগুলো এ দাবি অস্বীকার করেছে।#

পার্সটুডে/এমএআর/২৯