আলেপ্পোর ইরানি কনস্যুলেট ভবনে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাল তেহরান
(last modified Sun, 01 Dec 2024 03:52:28 GMT )
ডিসেম্বর ০১, ২০২৪ ০৯:৫২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের ইরানি কনস্যুলেট ভবনে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, গত বুধবার থেকে সিরিয়ার আলেপ্পো শহরে উগ্র তাকফিরি জঙ্গিদের হামলার সময় নগরীর ইরানি কনস্যুলেট আক্রান্ত হয়েছে। তবে হামলার ধরন বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কোনো বিবরণ না দিয়ে বলেছেন, কনস্যুলেটের সব কূটনীতিক ও কর্মী নিরাপদ ও সুস্থ রয়েছেন।

ইরানের এই মুখপাত্র ১৯৬৩ সালে স্বাক্ষরিত ভিয়েনা কনভেনশন লঙ্ঘনেরও নিন্দা জানান। বাকায়ি বলেন, ওই কনভেনশনে যুদ্ধের মধ্যেও সব কূটনৈতিক স্থাপনাকে সুরক্ষা দিতে বলা হয়েছে।

হায়াত তাহরির আশ-শামের তাকফিরি সন্ত্রাসীরা গত বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের হামলা চালায়। তারা দুই প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে। এরপর সিরিয়ার সেনাবাহিনী ওইসব এলাকা পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছে এবং এর ফলে দু’পক্ষের মধ্যে তুমুল প্রাণঘাতী সংঘর্ষ চলছে।

ইহুদিবাদী ইসরাইল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার ঠিক পরপরই সিরিয়ায় তাহরির আশ-শামের জঙ্গিরা তৎপর হলো। গাজা উপত্যকার বিরুদ্ধে দখলদার ইসরাইলের গত ১৪ মাসের ভয়াবহ আগ্রাসন ও গণহত্যার ব্যাপারে তাহরির আশ-শামের জঙ্গিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা গাজার পক্ষে যুদ্ধ না করে বরং ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের অন্যতম সদস্য সিরিয়া সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১