অতীতের মতো জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া বিজয়ী হবে বলে আশাবাদ
https://parstoday.ir/bn/news/event-i144428-অতীতের_মতো_জঙ্গিবাদের_বিরুদ্ধে_যুদ্ধে_সিরিয়া_বিজয়ী_হবে_বলে_আশাবাদ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে সিরিয়ার সরকার, জনগণ ও সেনাবাহিনীর পাশে থাকার নীতিগত অবস্থানে তেহরান অটল থাকবে। এ কাজে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা ইরানের প্রধান উদ্দেশ্য বলেও তিনি মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০২, ২০২৪ ১০:১৮ Asia/Dhaka
  • অতীতের মতো জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া বিজয়ী হবে বলে আশাবাদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে সিরিয়ার সরকার, জনগণ ও সেনাবাহিনীর পাশে থাকার নীতিগত অবস্থানে তেহরান অটল থাকবে। এ কাজে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা ইরানের প্রধান উদ্দেশ্য বলেও তিনি মন্তব্য করেছেন।

সিরিয়া সফররত আরাকচি গতকাল (রোববার) দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাতে ইরানের এ অবস্থান তুলে ধরেন।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস সিরিয়ার উত্তরাঞ্চলে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা করার কয়েকদিনের মাথায় দামেস্কে আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন আরাকচি।  এইচটিএস সন্ত্রাসীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর একাংশ দখল করে আরো দক্ষিণে অবস্থিত হামা শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

তবে সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা আগাম পাল্টা হামলা চালিয়ে জঙ্গিদের আরেকটি বড় ধরনের অভিযান নস্যাত করে দিয়েছে।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উষ্ণ সালাম প্রেসিডেন্ট আসাদকে পৌঁছে দেন। তিনি বলেন, যারা পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা চায় না তাদের চক্রান্তে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, গাজা যুদ্ধকে কেন্দ্র করে প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে পেরে না উঠে এখন আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার সন্ত্রাসীদেরকে আসাদ সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। তবে দামেস্ক অতীতের মতো এবারও জঙ্গিবাদকে পরাজিত করতে পারবে বলে আরাকচি আশা প্রকাশ করেন।

সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ তার সরকারের প্রতি সমর্থন জানানোয় ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, যেকোনো মুসলিম দেশে জঙ্গি উত্থানের ঘটনায় কেবল ইসলামের শত্রুরা বিশেষ করে ইহুদিবাদী ইসরাইল লাভবান হবে। তিনি জঙ্গিবাদকে প্রতিহত করতে আঞ্চলিক সব দেশকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২