ইরাকি প্রধানমন্ত্রীর সাথে পেজেশকিয়ানের ফোনালাপ
সন্ত্রাসবাদের বিস্তার রোধে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্য অপরিহার্য
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসবাদের বিস্তার রোধ করতে হলে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা এবং ঐক্য অপরিহার্য।
গতকাল (রোববার) ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সাথে ফোনালাপে প্রেসিডেন্ট একথা বলেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে তা সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে।
সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের সাম্প্রতিক তাণ্ডবের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা, বিভক্তি এবং দ্বন্দ্ব-সংঘাত ছড়িয়ে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে ইহুদিবাদী ইসরাইল এ সমস্ত ঘটাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের আঞ্চলিক কৌশল হচ্ছে সিরিয়ার মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা।
তিনি আরো বলেন, লেবাননে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যখন এ অঞ্চল তুলনামূলক শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছিল তখন সিরিয়ার সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে।
ফোনালাপে ইরাকের প্রধানমন্ত্রী সিরিয়ার উত্তরাঞ্চলে সাম্প্রতিক নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য উদ্বেগ প্রকাশ করে বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা দুর্বল করার জন্য ইহুদিবাদী ইসরাইল পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিয়েছে।
সন্ত্রাসবাদের বিস্তার ঠেকাতে তিনি আঞ্চলিক দেশগুলো এবং বিশ্ব সম্প্রদায়কে গতিশীল কূটনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এর ব্যতিক্রম হলে আঞ্চলিক এবং বিশ্ব শান্তি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২