ইরান সিরিয়াকে সমর্থন করবে এবং ট্রু প্রমিজ-থ্রি অবশ্যম্ভাবী 
(last modified Mon, 02 Dec 2024 10:04:35 GMT )
ডিসেম্বর ০২, ২০২৪ ১৬:০৪ Asia/Dhaka
  • ইরান সিরিয়াকে সমর্থন করবে এবং ট্রু প্রমিজ-থ্রি অবশ্যম্ভাবী 

ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে আগ্রাসন চালাতে ও দখল করে নিতে উস্কানি দিয়েছে। 

গতকাল (রোববার) আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি’র সাবেক প্রধান এবং বর্তমানে ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য মোহসেন রেজায়ি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “গত বুধবার আকস্মিকভাবে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা ২০২০ সালে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যে হামলা চালিয়েছে সেটি মারাত্মক ধরনের রাজনৈতিক ভুল। আমরা মনে করি আলেপ্পো শহর দখলের বিষয়ে আমেরিকা এবং ইসরাইল উস্কানি দিয়েছে।” তিনি বলেন, এই ঘটনা এমন একটি সময় ঘটানো হয়েছে যখন গাজা ও লেবাননে ভয়াবহ আগ্রাসন চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ইসরাইল অস্থিতিশীল করে তুলেছে। একই সাথে ইসরাইল সিরিয়ার ওপর দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। 

আল-জাজিরাকে মোহসেন রেজায়ি আরো বলেন, ইসরাইল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে ঐক্যবদ্ধ ও যৌথ সামরিক বাহিনী গঠন করতে হবে। 

তিনি বলেন- ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া,  ইরাক এবং ইরান এই ছয় দেশ আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা লেবাননে যেভাবে পরাজিত হয়েছে সেভাবে আমেরিকা এবং ইসরাইলকে পরাজিত করতে হবে। তিনি বলেন, আমেরিকা এবং ইসরাইলের বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশকে সমর্থনের দিক দিয়ে ইরান হচ্ছে প্রধান দেশ।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২