সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনীর অভিযান
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদেশি মদদপুষ্ট ২,০০০ সন্ত্রাসী নিহত
-
সিরিয়ার যুদ্ধবিমান
সিরিয়ার উত্তরাঞ্চলে গত এক সপ্তাহে বিদেশি মদদপুষ্ট প্রায় ২,০০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সিরিয়া ও রাশিয়ার সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়।
যৌথ হামলায় সিরিয়া ও রাশিয়া উভয় দেশের বহু যুদ্ধবিমান অংশ নেয়। শুধু গতকালের হামলায় অন্তত ১২০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে সিরিয়ায় রাশিয়ার সমন্বয় কেন্দ্র জানিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহরের দিকে অগ্রসরমান সন্ত্রাসীদের ওপর শক্তিশালী বিমান হামলা চালানো হয়। এতে সন্ত্রাসীদের বহু সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে।
উগ্র সন্ত্রাসীদের পাশাপাশি তাদের সমর্থক আরব গণমাধ্যমগুলো দাবি করেছে, তারা উত্তরাঞ্চলীয় হামা শহর দখল করে নিয়েছে। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি নাকচ করে দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, শহর জুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং কোথাও কোনো অস্বাভাবিকতা নেই।
এদিকে সিরিয়ার সেনাবাহিনী বলেছে, হামার উত্তরে তারা কয়েকটি ধারাবাহিক সফল অভিযান চালিয়েছে। এর মাধ্যমে হামা শহরের বাইরে ২০ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা জোন তৈরি করা সম্ভব হয়েছে।
হামার নিকটবর্তী এলাকাগুলোতে রাশিয়া ও সিরিয়ার যৌথ অভিযানে হায়াত তাহরির আশ-শামের ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে। একইসঙ্গে এ অভিযানে সন্ত্রাসীদের ২৫টি ড্রোনও ধ্বংস করা হয়েছে।
এছাড়া, সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তাহরির আশ-শামের স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রদেশটির দক্ষিণে সন্ত্রাসীদের অবস্থানে তীব্র বোমা হামলা চালিয়ে তাদের ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন করা হয়েছে। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/৫