দখলদারদের বিমান হামলা চলছেই, নতুন আগ্রাসনে শত শত মানুষ হতাহত 
https://parstoday.ir/bn/news/event-i144568-দখলদারদের_বিমান_হামলা_চলছেই_নতুন_আগ্রাসনে_শত_শত_মানুষ_হতাহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দখলদার বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৮ জন ফিলিস্তিনি শহীদ এবং ২০১ জন আহত হয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৪:১৯ Asia/Dhaka
  • দখলদারদের বিমান হামলা চলছেই, নতুন আগ্রাসনে শত শত মানুষ হতাহত 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দখলদার বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৮ জন ফিলিস্তিনি শহীদ এবং ২০১ জন আহত হয়েছেন। 

লেবাননের সাথে যুদ্ধবিরতি করলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদীদের লাগাতার আগ্রাসন অব্যাহত রয়েছে এবং বিধ্বস্ত গাজার ওপর সমানতালে তারা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। 

গতকাল ইহুদিবাদী বাহিনী গাজা শহরের ওপর বিমান হামলা চালায় এবং সেখানে অন্তত ২১ জন শহীদ এবং ২৮ জন আহত হন। ইসরাইলি বাহিনীর আগ্রাসনে উদ্বাস্তু হওয়া পরিবারের সদস্যরা সেখানে কয়েকটি বিশালাকারের তাঁবুতে আশ্রয় নিয়েছিলে। দখলদার বাহিনী বিমান এসব তাঁবুর ওপর হামলা চালায় এবং তাঁবুগুলো সব পুড়ে যায়। এসব তাবুতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার এবং উদ্বাস্তু লোকজনের কাপড়চোপড় ও ফার্নিচার সে আগুনকে আরো বেশি প্রজ্জ্বলিত করে তোলে। এ কারণে সেখানে অনেকেই পুড়ে মারা যান।

ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ান্স জানিয়েছে, ইসরাইলি হামলায় অন্তত ৪০টি তাঁবু পুড়ে গেছে যেখানে একটি তাঁবুতে এই সংস্থার সদস্যরা অবস্থান করছিলেন। ইহুদিবাদী ইসরাইল এর আগে ওই এলাকাকে মানবিক জোন হিসেবে ঘোষণা করে সেখানে লোকজনকে নিরাপদ আশ্রয় গ্রহণ করার কথা বলেছিল। 

এদিকে, গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় হতাহত বেশ কয়েকজন নারী ও শিশুকে তারা গ্রহণ করেছেন। এছাড়া, কামাল আদওয়ান হাসপাতালে চিকিৎসারত রোগীদের লক্ষ্য করেও ইসরাইল ড্রোন হামলা চালিয়েছে যাতে বহু মানুষ হতাহত হয়েছেন।

এসব হামলার ঘটনা যেদিন ঘটেছে সেদিনই একটি মানবাধিকার সংস্থা রিপোর্ট দিয়েছে, ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা গণহত্যার পর্যায়ে পড়ে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬